ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:৫১, শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ১৫ বৈশাখ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশু ও নারীসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, উমানের একটি ফ্ল্যাটে হামলায় এক শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। আরও কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। খবর- বিবিসি’র।

এদিকে, ডিনিপ্রো শহরে এক নারী ও তার তিন বছরের মেয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় মেয়র। 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এসব হামলা প্রমাণ করছে যে, রাশিয়ার বিরুদ্ধে আরও জোরাল আন্তর্জাতিক পদক্ষেপ নিতে হবে।

মধ্য ইউক্রেনের ক্রেমেনচাক ও পোলতাভা শহরেও রুশ বিমান হামলা হয়েছে।

রাজধানী কিয়েভের প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, ৫১ দিন পর রাজধানী শহরে বোমা হামলা চালাল রাশিয়া। তবে রাজধানীতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, ইউক্রেন ২৩টির মধ্যে ২১টি মিসাইল এবং দুটি ড্রোন হামলা ঠেকাতে পেরেছে বলে টেলিগ্রাম পোস্টে জানায় ইউক্রেনের সামরিক বাহিনী। 

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়