গোপালগঞ্জে বাসের ধাক্কায় ৩ সবজি ব্যবসায়ী নিহত
গোপালগঞ্জ সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে নসিমনের সংঘর্ষে তিনজন কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার আন্দারকোটা গ্রামের দীনেশ অধিকারী (৫৫), সঞ্জয় বৈরাগী (৩৫) এবং মিহীর বৈরাগীর (৩৪)।
স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের পরিদর্শক শরিফুল জানান, শুক্রবার সদর উপজেলার তালা বাজারে সবজি বিক্রি করে নছিমনে বাড়ি ফিরছিলেন চারজন। সন্ধ্যা ৭টার দিকে তাদের বাহনটি সোনাশুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনটি ছিঁটকে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দীনেশ অধিকারীর মৃত্যু হয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে অপর ব্যবসায়ী সঞ্জয় বৈরাগী ও মিহির বৈরাগীর মৃত্যু হয়।
দিনবদলবিডি/এমআর