যার মুখে ‘জান’ শুনতে চাই, সেও বলে ‘ভাই’: সালমান খান

বিনোদন ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:১৩, শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ১৬ বৈশাখ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

বাজরাঙ্গি ভাইজান সিনেমা থেকেই বলিউডসহ বিশ্বের সিনেমা ইন্ডাস্ট্রিতে ভাইজান নামেই পরিচিত সুপারস্টার সালমান খান। শিশু-বৃদ্ধ, মা-মেয়ে, বাবা-ছেলে কিংবা পছন্দের মানুষ; সবার মুখেই এক নাম। কিন্তু যাকে ভাইজান ডাকা হচ্ছে তিনি কতটা উপভোগ করেন? 

জবাবে সহজ ভাষায় সালমান খান বললেন, সবার কাছ থেকে ভাই ডাক মোটেই পছন্দ করি না। ছেলেরা ভাই বলছেন ঠিক আছে, তাই বলে মেয়েরাও!

অনেক আগে সালমান বলেছিলেন, আমি যাকে ভাই-বোন বানাতে চাই, একমাত্র সে-ই এই নামে ডাকতে পারবে।

এবারও ভাইজান বললেন, আমি এখন সবার ভাই। কারো জান না। এমনকি যার কাছ থেকে জান ডাক শুনতে চাই সেও ভাই বলে ডাকছে। এখন আমি কী করবো?

উল্লেখ্য, বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে সালমান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। সপ্তাহ শেষে বিশ্বব্যাপী এই ছবির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি ১২ লাখ রুপি।

দিনবদলবিডি/এমআর

সর্বশেষ

পাঠকপ্রিয়