রাশিয়ায় জ্বালানি ডিপোতে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক সংবাদ || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:২৭, শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ১৬ বৈশাখ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ার প্রধান বন্দরশহর সেভাস্তোপলের একটি জ্বালানি ডিপোতে শনিবার বিশাল অগ্নিকাণ্ড ঘটেছে। তবে কর্তৃপক্ষ বলছে, ড্রোন হামলার কারণে এই আগুন লেগেছে। সেভাস্তোপল রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের আবাসস্থল (কৃষ্ণ সাগর, আজভ সাগর এবং ভূমধ্যসাগরে রাশিয়ান নৌবাহিনীর বহর) এবং গত বছর ইউক্রেন আক্রমণ শুরু হওয়ার পর থেকে ক্রেমলিন ধারাবাহিকভাবে ড্রোন হামলার শিকার হচ্ছে।

শনিবার ভোরে টেলিগ্রামে স্থানীয় গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেছেন, ‘শহরের কাজাচ্যা বে জেলায় একটি জ্বালানি ডিপোতে আগুন জ্বলছে। প্রাথমিক তথ্য অনুযায়ী ড্রোন হামলার কারণে এটি ঘটেছে।’ তিনি আরো বলেন, আগুন প্রায় ১০০ বর্গমিটারজুড়ে ছড়িয়ে পড়েছে এবং বাতাসে বিশাল কালো ধোঁয়া দেখা যাচ্ছে।

রাজভোজায়েভ ক্রিমিয়ার বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন। এরপর আরো একটি পোস্টে জানান, এই ঘটনায় কেউ আহত হননি। কর্তৃপক্ষ বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং বেসামরিক অবকাঠামোর এতে কোনো ঝুঁকি নেই। এই সপ্তাহের শুরুতে রাশিয়া বলেছিল যে তারা বন্দরে একটি ড্রোন হামলা প্রতিহত করেছে। রাশিয়া ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে দখল করে নেয়।

সূত্র : এনডিটিভি

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়