চলন্ত বাসে হঠাৎ অসুস্থ চালক, স্কুলছাত্রের বুদ্ধিতে বাঁচল ৬৬ প্রাণ
আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ
স্কুলবাসে বাড়ি ফিরছিল শিক্ষার্থীরা। কিন্তু বাস চালানো অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মাঝ রাস্তায় অচেতন হয়ে পড়েন চালক। বাসে তখন রয়েছে ৬৬ জন ছাত্রছাত্রী।
চালকের অচেতন অবস্থা লক্ষ্য করে বাসের সামনের দিকের আসনে বসে থাকা সপ্তম শ্রেণির ছাত্র ডিলন রিভস। বাসটি রাস্তায় এলোমেলোভাবে চলতে থাকার সময়ে স্টিয়ারিং ধরে রিভস। তারপর বাসের ইঞ্জিন বন্ধ করে দেয় সে।
১৩ বছর বয়সী এক শিক্ষার্থীর উপস্থিত বুদ্ধিতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় বাসটি। বেঁচে যায় ৬৬টি প্রাণ। ২৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চালকের জ্ঞান হারানোর বিষয়টি বুঝতে পেরে অন্যান্য শিক্ষার্থীরা আতঙ্কে কান্নাকাটি শুরু করলেও নিজেকে স্থির রেখেছিল চালকের প্রায় পাঁচ সারি পেছনে বসে থাকা রিভস ছুটে গিয়ে বাসের স্টিয়ারিং ধরে ও ব্রেকে পা দিয়ে বাসটিকে থামায়।
দিনবদলবিডি/এমআর