যে কারণে ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক নেই

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:৪৩, মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ২৮ আষাঢ় ১৪২৯
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রতি বছর এ সময়ে লাখো পর্যটকে মুখর থাকে সৈকত ও হোটেল-মোটেল জোন। কিন্তু…

পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে পর্যটক নেই কক্সবাজার সমুদ্র সৈকতে। প্রতি বছর এ সময়ে লাখো পর্যটকে মুখর থাকে সৈকত ও হোটেল-মোটেল জোন। কিন্তু এবার শুধুমাত্র স্থানীয় ও কিছু পর্যটককে সমুদ্র সৈকতে দেখা গেছে।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। তবে ঈদুল আজহার দিন একেবারেই পর্যটকশূন্য ছিল সমুদ্র সৈকত।

ব্যবসায়ীরা জানান, এই ঈদে মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ হোটেল বুকিং হয়েছে। তাই এবার আশানুরূপ ব্যবসা না হওয়ার সম্ভাবনা বেশি। তবে বন্যা ও এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় পর্যটক আগমন হ্রাস পেয়েছে।

এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের মন্দা অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব দেশেও পড়েছে। এসব কারণে পর্যটক আগমনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও করছেন ব্যবসায়ীরা। এরপরেও ঈদের আনন্দ উপভোগ করতে স্থানীয়রাসহ কিছু পর্যটক ছুটে এসেছেন সৈকতে।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়