কক্সবাজারে র‌্যাবের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:৪৮, বুধবার, ৩ মে, ২০২৩, ২০ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

কক্সবাজারের থ্যাংখালি এলাকার দুর্গম পাহাড়ে র‍্যাবের সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের গোলাগুলির সংবাদ পাওয়া গেছে।  মঙ্গলবার (২ মে) সন্ধ্যার পর থেকে এ গোলাগুলি শুরু হয়।

মঙ্গলবার (২ মে) রাত ১১টার দিকে র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান এ তথ্য জানিয়ে তিনি বলেন, কক্সবাজারের থ্যাংখালি এলাকার দুর্গম পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি চলছে। এ বিষয়ে র‍্যাবের অভিযান শেষ হওয়ার পরে বিস্তারিত জানানো হবে। জাগোনিউজ

এর আগে গত ১৩ মার্চ বান্দরবানে টংকাবতী এলাকায় জঙ্গিবিরোধী বিশেষ অভিযান চালায় র‌্যাব। এদিন রাত সাড়ে ১১টায় থেকে এ অভিযান শুরু হয়। বিচ্ছিন্নতাবাদী সংগঠন 'কেএনএফ'-এর ছত্রছায়ায় নতুন জঙ্গি সংগঠন 'জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া'র পাহাড়ে অবস্থানরত জঙ্গিদের গ্রেপ্তারে এ অভিযান চালানো হয়। এসময় বেশ কয়েকজনকে অস্ত্র ও বিস্ফোরকসহ আটক করা হয়।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়