নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: জাপানের রাষ্ট্রদূত

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:১৪, বুধবার, ৩ মে, ২০২৩, ২০ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে জাপান কোনো মন্তব্য করতে চায় না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। তিনি বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করা থেকে বিরত থাকব।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন।

জাপানের প্রধানমন্ত্রী কুমিও কিশিদার আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ থেকে ২৮ এপ্রিল জাপান সফর করেন। ওই সফরে দুই দেশের সম্পর্ক কৌশলগত পর্যায়ে উন্নীত হয়। প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি বুধবার কূটনৈতিক প্রতিবদেকদের সঙ্গে দূতাবাসে ওই সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

তখন এক সাংবাদিক প্রশ্ন করেন যে গত বছরের নভেম্বরে জাপানের ওই সময়ের রাষ্ট্রদূত বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য করেছিলেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে আপনার মন্তব কী? তখন এই প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি বরৈন, ‘নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করা থেকে বিরত থাকব।’

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়