অবশেষে পদত্যাগপত্রে সই করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:৪৭, মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ২৮ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে…

পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

সোমবার তিনি পদত্যাগপত্রে সই করেছেন বলে জানা গেছে।

এদিকে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে- গোটাবায়া দেশেই আছেন, পালিয়ে যাননি।

জানা গেছে, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র কার্যকর হবে কাল বুধবার (১৩ জুলাই) থেকে। দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে কাল জনসমক্ষে প্রেসিডেন্টের পদত্যাগপত্র জাতির কাছে ঘোষণা করবেন।

শ্রীলঙ্কার ডেইলি মিররের এক প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার গোতাবায়ার দায়িত্ব শেষ হওয়ার পর দেশটির পার্লামেন্ট স্পিকার এ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

গণআন্দোলনের মুখে বিলাসবহুল রাষ্ট্রীয় বাসভবন থেকে পালিয়ে যাওয়া গোতাবায়া সশস্ত্র বাহিনীর নিরাপত্তায় দেশেই রয়েছেন বলেও প্রতিবেদনে জানানো হয়।

এতে আরও বলা হয়, প্রেসিডেন্টের পদত্যাগপত্র সই হওয়ার পর তা এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে। এটি তার মাধ্যমে পার্লামেন্টের স্পিকারের কাছে পাঠানো হবে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়