আকাশপথে ব্যর্থ হয়ে নৌপথে পালানোর চেষ্টা গোতাবায়ার
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালাতে মঙ্গলবার বিমানবন্দরে গিয়েছিলেন। কিন্তু কর্মকর্তাদের বাধায় তিনি বিদেশ যেতে পারেননি। বিমানে ব্যর্থ হয়ে…
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালাতে মঙ্গলবার বিমানবন্দরে গিয়েছিলেন। কিন্তু কর্মকর্তাদের বাধায় তিনি বিদেশ যেতে পারেননি। বিমানে ব্যর্থ হয়ে তিনি নৌবাহিনীর জাহাজে শ্রীলঙ্কা ছাড়ার চেষ্টা করছেন এবার। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, ৭৪ বছর বয়সী গোতাবায়া স্ত্রীসহ কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে সামরিক ঘাঁটিতে ছিলেন। তিনি সেখান থেকেই আজ সকালে বিমানবন্দরে আসেন। সেখানে তিনি ভিআইপি স্যুইটে অপেক্ষা করেন। নিরাপত্তার জন্যই প্রেসিডেন্টকে সেখানে রাখা হয়। এরপর তার পাসপোর্ট সিল মারার জন্য অভিবাসন কর্মকর্তাদের ভিআইপি স্যুইটে যেতে বলা হয়। তারা অস্বীকার করেন পাসপোর্ট সিল মারতে। ফলে আকাশপথে দেশত্যাগ করতে পারেননি তিনি।
এদিকে গোতাবায়া রাজাপাকসে সোমবার পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন। প্রেসিডেন্ট গোতাবায়া পদত্যাগপত্র কার্যকর হবে কাল বুধবার থেকে। দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে প্রেসিডেন্টের পদত্যাগের কথা আনুষ্ঠানিকভাবে জানাবেন।
দিনবদলবিডি/Rony