কানাডায় দাবানলে হাজার হাজার মানুষের পলায়ন

আন্তর্জাতিক সংবাদ || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৩৬, শনিবার, ৬ মে, ২০২৩, ২৩ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

কানাডার পশ্চিমাঞ্চলে অস্বাভাবিক গরম থেকে সৃষ্ট দাবানলের কারণে হাজার হাজার মানুষ পালিয়ে আসতে বাধ্য হয়েছে। অঞ্চলটিতে চলতি মাসে মাঝে মাঝে তাপমাত্রা মৌসুমী গড় তাপমাত্রার চেয়ে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তু বৃদ্ধি পায়। এক সরকারী রিপোর্টের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানায়। 

দাবানলে আলবার্টা প্রদেশ সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে গত শুক্রবার ৭০টিরও বেশী দাবানল জ্বলতে দেখা যায়। এ কয়েকটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেখান থেকে প্রায় ১৩ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রনে সহায়তা করতে ওন্টারিও ও কুইবেক থেকে আজ শনিবার(৬ এপ্রিল) সেখানে ৮০ জন দমকল কর্মীর পৌঁছার কথা। আলবার্টার ১৯টি দাবানল নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

প্রদেশটির উত্তরে ফক্স লেক অঞ্চলে আগুন নিয়ন্ত্রণের ওপর অধিক গুরুত্ব দেয়া হচ্ছে। সেখানকার দাবানলে ইতোমধ্যে সেখানকার ক্ষুদ্র সম্প্রদায়ের ২০টি বাড়ি পুড়ে গেছে।

প্রশান্ত মহাসাগর তীরবর্তী ব্রিটিশ কলাম্বিয়া দ্বিগুণ সংকটে। সেখানে অনেকগুলো দাবানল জ্বলছে। সেই সঙ্গে দ্রুতগতিতে বরফগলতে শুরু করেছে। এতে নদীর পানি বেড়ে অনেক স্থানে তীরবর্তী এলাকা প্লাবিত করছে।

কানাডার পশ্চিম ও মধ্যাঞ্চলে দেশটির বৃহত্তর কৃষি জমি অবস্থিত। সেখানে ‘অস্বাভাবিক শুস্ক অবস্থা’ বিরাজ করছে। এমন কি কোন কোন স্থানে ‘মারাত্মক খরাও’ দেখা দিয়েছে। সরকারের জরীপে একথা বলা হয়েছে।  

কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহান্তে ভারী বৃষ্টিপাত হতে পারে যা পরিস্থিতির আরো অবনতি ঘটাতে পারে। প্রাদেশিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, অস্বাভাবিক গরমে দ্রুত তুষার গলে গেছে এবং ব্যাপক পানির প্রবাহের কারণে সেখানে কয়েকটি স্থানে মারাত্মক বন্যা দেখা দিতে পারে। এতে বলা হয়, শনিবার থেকে সোমবারের মধ্রে নদীর পানি ব্যাপক বৃদ্ধি পাবে।

বৈশ্বিক উষ্ণতার কারণে সম্প্রতি কয়েক বছর কানাডার পশ্চিমাঞ্চলের আবহাওয়া চরমভাবাপন্ন হয়ে উঠেছে।দু’বছর আগে ব্রিটিশ কলাম্বিয়ায় মারাত্মক বন্যা দেখা দেয়। এতে শত শত মানুষ মারা যায়।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়