সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩৩, মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ২৮ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

সাড়ে ৬ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে…

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সাড়ে ৬ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) বিকেল পৌনে ৬টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে বেলা ১১টায় বিজয়নগর উপজেলার মুকুন্দপুর ও হরষপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে চট্টগ্রাম থেকে আসা সিলেটগামী তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে সিলেট থেকে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস মনতলা রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম জানান, রেললাইনের ক্ষতিগ্রস্ত স্লিপারগুলো মেরামত এবং লাইনচ্যুত ওয়াগন রেললাইন থেকে সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়