উখিয়ায় ১২০ কোটি টাকার আইস জব্দ, আটক ৪

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:২৫, রবিবার, ৭ মে, ২০২৩, ২৪ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত থেকে ২৪ কেজি ক্রিস্টাল মেথ বা আইসের একটি চালান জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে আটক করেছে র‌্যাব। শনিবার (৬ মে) রাত ৯টার দিকে পালংখালী  সীমান্তে অভিযান চালিয়ে আইসের চালানটি জব্দ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, র‌্যাবের অভিযানে কক্সবাজারের পালংখালী  সীমান্ত থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ ১২০ কোটি টাকা মূল্যের ২৪ কেজি ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার হাওয়া আইসের মূলহোতাসহ চারজনকে  আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার (৭ মে) কক্সবাজার র‌্যাব-১৫ এর কার্যলয়ে বেলা ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়