খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
চট্টগ্রামের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে…
চট্টগ্রামের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ১টার দিকে কল্পলোক আবাসিকের ৫ নম্বর ব্রিজের নিচে পানিতে ডুবে মৃত্যু হয় তাদের।
মারা যাওয়া শিশুরা হলো- কল্পলোক আবাসিক এলাকার লিজার কলোনির মনির হোসেনের ছেলে শামীম (১০) ও একই এলাকার আয়ুব আলীর ছেলে রবিউল ইসলাম (৭)।
প্রতিবেশী ফারুক বলেন, শিশু দুইটি কল্পলোক আবাসিক এলাকার ৫ নম্বর ব্রিজের নিচে খেলছিল। এক পর্যায়ে সবার অগোচরে পানিতে পড়ে যায় তারা। পরে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বাকলিয়া থেকে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দিনবদলবিডি/এমআর