আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই, গরম আরও বাড়বে

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:৩৮, সোমবার, ৮ মে, ২০২৩, ২৫ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। বরং যেসব এলাকায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকার পাশাপাশি আরও এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়ার, গত ৬ মে সেখানে তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ হিসেবে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইতোমধ্যে বেড়ে গেছে। এছাড়া ঢাকায় আজ তাপমাত্রা ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস,  যা শনিবার ছিল ৩৭।  একইভাবে রাজশাহীতে শনিবার ছিল ৩৬ দশমিক ৭,  আজ তা ২ ডিগ্রি বেড়ে ৩৮ দশমিক ৪।

রংপুরে আজ ৩৬ দশমিক ৬, ছিল ৩৬; ময়মনসিংহে ৩৬ দশমিক ২, ছিল ৩৫ দশমিক ৭; সিলেটে ৩৫ দশমিক ৭, ছিল ৩৪ দশমিক ২; চট্টগ্রামে ৩৫, ছিল ৩৩ দশমিক ১; খুলনায় ৩৮ দশমিক ৬, ছিল ৩৬ দশমিক ৫ এবং বরিশালে আজ ৩৭, ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে।

এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়