এরদোয়ানের সমাবেশে ১৭ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:৪৬, সোমবার, ৮ মে, ২০২৩, ২৫ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

তুরস্কে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনের আর এক সপ্তাহেরও কম সময় বাকি আছে। দেশটিতে রাজনৈতিক দলগুলো তুমুল প্রচারণা চালাচ্ছে। গত ৭ মে রিসেপ তাইয়েপ এরদোয়ান ইস্তাম্বুলে গণসমাবেশের আয়োজন করেছেন। সেখানে অন্তত ১৭ লাখ মানুষের সমাগম হয়েছে। এমনই দাবি করেছেন এরদোয়ান। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এরদোয়ান ইস্তাম্বুলের সমাবেশে বিশাল জনসমাগমকে স্বাগত জানান। সেই সঙ্গে তিনি গত ২১ বছরে তার সরকারের অর্জনের কথা মনে করিয়ে দেন।

এরদোয়ান বলেন, ২১ বছরে আমরা ২১ মিলিয়ন লোককে খাবার দিয়েছি, চাকরি দিয়েছি। ২১ বছরে আমরা ১০ দশমিক ৫ মিলিয়ন নতুন বাড়ি তৈরি করেছি এবং পরিবারের কাছে হস্তান্তর করেছি।

তিনি এ সময় বিরোধীদের সমালোচনা করেছেন। একইসঙ্গে তিনি দেশের প্রতিরক্ষা শিল্পের প্রসার ঘটনোর কথা বলেছেন।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়