নিষেধাজ্ঞা তুলে নিল পিএসজি, অনুশীলনে মেসি

স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৬, সোমবার, ৮ মে, ২০২৩, ২৫ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

পরিবার নিয়ে দু’দিনের সৌদি আরব সফরে গিয়েছিলেন লিওনেল মেসি। লরিয়েন্তের বিপক্ষে ৩০ এপ্রিলের ম্যাচের পর লিও ভেবেছিলেন দু’দিন ছুটি পাবেন তারা।

কিন্তু লরিয়েন্তের বিপক্ষে ৩-১ গোলে হারায় পিএসজির কোচ ক্রিস্টোফার গালতিয়ের অনুশীলন ডেকে বসেন।

ওই অনুশীলন মিস করায় মেসিকে পিএসজি কর্তৃপক্ষ দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে। এই সময়ে তিনি পিএসজির অনুশীলনে যোগ দিতে পারবেন না বলেও জানানো হয়। পিএসজি কর্তৃপক্ষকে না জানিয়ে ছুটিতে যাওয়ায় মেসি ক্ষমা প্রার্থনা করেছেন।

মেসির অনুশীলনে ফেরার বিষয়টি টুইট করে নিশ্চিত করেছে পিএসজি। এরপর সোমবার তিনি পিএসজির ক্যাম্পে অনুশীলন করেছেন। বিষয়টি এক টুইটার পোস্ট নিশ্চিত করেছে পিএসজি। নিষেধাজ্ঞার এক সপ্তাহ পরে অনুশীলনে ফেরায় তার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, আগামী ১৪ মে অ্যাজাসিওর বিপক্ষে ম্যাচে খেলানো হবে লিওকে। লিগ শিরোপা জয়ের পথে চার ম্যাচ বাকি আছে পিএসজি।

দ্বিতীয় অবস্থানে থাকা লেন্সের চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে আছে প্যারিসিয়ানরা। শেষ চার ম্যাচে ঝুঁকি নিতে চায় না পিএসজি। সেজন্য মেসির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
 

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়