গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১০

আন্তর্জাতিক সংবাদ || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৯:৫৪, মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ২৬ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের সদস্যদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এমনটি জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

বার্তা সংস্থা আল-জাজিরার ইউমনা এল সায়েদের গাজা থেকে পাঠানো প্রতিবেদনের বরাতে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে গাজা উপত্যকায় ১০ জন নিহত হয়েছে। সেই সঙ্গে এবং ইসরায়েলি বিমান হামলায় অনেক মানুষ আহত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত ২টার পরে গাজার বিভিন্ন অংশে আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।

`নিহত ব্যক্তিদের নাম বা কতজন আহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। আমাদের কাছে শুধুমাত্র নিশ্চিত হওয়া গেছে যে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় সবশেষ বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন।` বলেন এল সাইদ।

`যখনই আবাসিক অ্যাপার্টমেন্টগুলোকে লক্ষ্যবস্তু করা হয়, সেখানে বেসামরিকদের হতাহতের ঘটনা ঘটে,` তিনি যোগ করেন।

সূত্র: আল-জাজিরা

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়