৯ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের মেয়েদের জয়

স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:২৭, মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ২৬ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

এর মাধ্যমে দীর্ঘ ৯ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে এই সংস্করণে এটাই প্রথম জয় বাংলাদেশের। ২০১৪ সালের বিশ্বকাপে ঘরের মাঠে ৩ রানে জিতেছিল বাংলাদেশের মেয়েরা।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে মঙ্গলবার এক বল বাকি থাকতেই ১৪৬ রানের লক্ষ্য টপকে যায় তারা।

এর মাধ্যমে দীর্ঘ ৯ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে এই সংস্করণে এটাই প্রথম জয় বাংলাদেশের। ২০১৪ সালের বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা ঘরের মাঠে জিতেছিল ৩ রানে।

পাঁচ ওভারের মধ্যে ফেরেন দুই ওপেনার। শামিমা সুলতানা ৫ আর রুবাইয়া হায়দার করেন ৯ রান। দারুণ নেতৃত্ব দেন অধিনায়ক নিগার। অপরাজিত থেকে করেছেন ৭৫ রান।

২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করে টসে জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা। এক বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় পায় বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে একই মাঠে মুখোমুখি হবে দুই দল।
 

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়