ইমরান খান গ্রেপ্তারের পর ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:২৫, মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ২৬ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা ইমরান খানকে গ্রেপ্তারের পর রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে রাজধানী পুলিশ। 

ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির খান মঙ্গলবার এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন।

এদিকে দেশটির প্রধান বিরোধী দলীয় নেতার গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন-বিক্ষোভের ঘোষণা দিয়েছে ইমরান খানের নেতৃত্বাধীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ।

টুইটবার্তায় রাজধানী পুলিশের এই শীর্ষ নির্বাহী বলেন, ‘ইসলাবাদের পরিস্থিতি স্বাভাবিক; কিন্তু তারপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ থেকে রাজধানীতে ১৪৪ ধারা জারি করা হচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তার জন্যই এই আদেশ জারি হচ্ছে। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই ধারা কার্যকর থাকবে।’

মঙ্গলবার দু’টি মামলার শুনানিতে হাজিরা দিতে ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। শুনানির শুরুর আগে আদালত ভবন থেকে তাকে গ্রেপ্তার করে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো’র (ন্যাব) একটি যৌথ দল। ন্যাবের জারি করা পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানের এই বিরোধী নেতাকে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়