জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ বলার সুযোগ নেই: হাইকোর্ট

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:২২, বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ২৮ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ঋণখেলাপি ছিলেন, তাই তার মনোনয়নপত্র বৈধ বলার সুযোগ নেই বলে মত দিয়েছে হাইকোর্ট। পাঁচ পৃষ্ঠার লিখিত আদেশে বৃহস্পতিবার (১১ মে) এ মত দিয়েছেন আদালত।  

ওই আদেশে বলা হয়, গত ২৭ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সিআইবি রিপোর্টে জাহাঙ্গীর আলমের নাম ছিল। গত ২ মে তিনি সিআইবি রিপোর্টের ওপর স্থগিতাদেশ নিয়েছেন।

স্থানীয় সরকার আইন ২০০৯-এর ৯(২) ধারা অনুসারে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত কোনো ব্যক্তি যদি ঋণ বা কিস্তি পরিশোধে ব্যর্থ হন তাহলে তিনি ঋণ খেলাপি বলে গণ্য হবেন। এই আইন অনুযায়ী জাহাঙ্গীর আলম ঋণখেলাপি ছিলেন।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়