আরো ৫১ ডেঙ্গুরোগী হাসপাতালে
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার হাসপাতালে ৩৯ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ১২ জন। বর্তমানে সারাদেশে মোট ১৬৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫২৮ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৩৫৮ জন। মারা গেছেন একজন।
উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪২৯ জন। এদের মধ্যে মারা গেছেন ১০৫ জন।
দিনবদলবিডি/এমআর