নির্বাচন সামনে রেখে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:৫৪, সোমবার, ২২ মে, ২০২৩, ৮ জ্যৈষ্ঠ ১৪৩০
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মার্কিন নাগরিকদের চলাচলে সর্তক থাকার নির্দেশ দিয়েছে মার্কিন দূতাবাস ঢাকা। এতে মার্কিন নাগরিকদের চলাচলে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২১ মে) ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তি প্রকাশ করার মাধ্যমে তাদের সতর্ক করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন নিয়ে এরই মাঝে রাজনৈতিক দলগুলোর সমাবেশ এবং অন্যান্য নির্বাচন-সম্পর্কিত কার্যক্রম শুরু হয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভ ক্রমবর্ধমান বাড়তে থাকবে। এইসব কর্মসূচি আরও তীব্র হতে পারে। এসময় মার্কিন নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। মনে রাখা উচিত, যেকোন শান্তিপূর্ণ কর্মসূচি সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতায় পরিণত হতে পারে।

মার্কিন নাগরিকদের সতর্ক করে এতে আরও বলা হয়, যেকোন ধরনের বিক্ষোভ এড়িয়ে চলুন। যেকোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতার সঙ্গে পথ চলুন। এছাড়া, স্থানীয় ঘটনাসহ আশপাশের বিষয়ে সচেতন থাকতে বলা হয়। সব ধরনের যোগাযোগের জন্য স্থানীয় সংবাদ মাধ্যমগুলো পর্যবেক্ষণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়।

দিনবদলবিডি/Rakib

সর্বশেষ

পাঠকপ্রিয়