মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে যাবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩৩, বুধবার, ১৩ জুলাই, ২০২২, ২৯ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে যাবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সঙ্গে তার পরিবারও যাবে বলে জানা গেছে…

মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে যাবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সঙ্গে তার পরিবারও যাবে বলে জানা গেছে।

সূত্রের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

বুধবার যে কোনো সময় মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে রওনা হবেন গোতাবায়া। শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনেও এ কথা বলা হয়েছে।

মালদ্বীপের একটি সূত্র ডেইলি মিররকে এ তথ্য জানিয়েছে বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে একটি সামরিক প্লেনে করে মালদ্বীপ যান গোতাবায়া। অভিবাসন কর্মকর্তারা এএফপিকে বলেছেন, শ্রীলঙ্কার ৭৩ বছর বয়সী নেতা গোতাবায়া, তার স্ত্রী ও একজন দেহরক্ষীসহ চার যাত্রী নিয়ে সামরিক প্লেন অ্যান্তোনভ–৩২ মঙ্গলবার মধ্যরাতে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে রওনা করে।

গত মার্চ থেকে শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ চলছে। গত শনিবার শত শত বিক্ষোভকারী প্রেসিডেন্ট গোতাবায়ার বাসভবনে ঢোকে পড়েন। এরপর এ দিন রাতে পদত্যাগের ঘোষণা দেন গোতাবায়া। ঘোষণা অনুযায়ী, বুধবার তার পদত্যাগের কথা। এর আগে তিনি দেশ ছাড়লেন।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়