টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:১০, বুধবার, ১৩ জুলাই, ২০২২, ২৯ আষাঢ় ১৪২৯

প্রথম ম্যাচ জিতে সিরিজ জয়ের দুয়ারে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করাই লক্ষ্য বাংলাদেশের। এই ম্যাচে টসে জিতেছেন অধিনায়ক তামিম ইকবাল। জিতেই নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বেশ কিছু সময় চলে গিয়েছিল বৃষ্টির কবলে। আজ বুধবার দিনের শুরুতেও খানিকটা বৃষ্টি হয়েছে সেখানে। কিছুক্ষণের জন্য সেন্টার উইকেটও ঢাকা ছিল। ফলে শঙ্কা ছিল দ্বিতীয় ওয়ানডেও কার্টেল ওভারের ম্যাচ হওয়া নিয়ে।

তবে এরপরই রোদ হেসেছে বেশ। যার ফলে টসও ঠিক সময়েই হয়েছে। বৃষ্টির কারণে অবশ্য উইকেটের চরিত্রে পরিবর্তন আসতে পারে খানিকটা। সে কথা মাথায় রেখেই হয়তো, অধিনায়ক তামিম ইকবাল টসে জিতে নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।

দিনবদলবিডি/এমআর

সর্বশেষ

পাঠকপ্রিয়