বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত, ছেলে-মেয়ে হাসপাতালে

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:৩৯, বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৩০ আষাঢ় ১৪২৯
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল

কুমিল্লার বুড়িচং উপজেলায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এ সময় তাদের ছেলে ও মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এসআই) আবদুল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাত ৯টার দিকে উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলায় মোকাম ইউনিয়নের ভাড়াইর গ্রামের ইদ্রিস মিয়া (৪৫) ও তার স্ত্রী লুৎফা বেগম (৩৯)।

জানা গেছে, বুধবার রাত ৯টায় আত্মীয়ের বাড়ি বেড়ানো শেষে কাবিলা বাসস্ট্যান্ডে নামেন ইদ্রিস, লুৎফা ও তাদের দুই সন্তান। পরে হেঁটে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী ‘ঢাকা এক্সপ্রেস’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত ও দুই সন্তান আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান বলেন, নিহতদের দুই সন্তান মারাত্মক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে বাস ও বাসচালক আবদুর রহমানকে আটক করা হয়েছে।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়