এবার ঢাকা মাতাতে আসছেন শিল্পা

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:১৬, বুধবার, ২২ জুন, ২০২২, ৮ আষাঢ় ১৪২৯
শিল্পা শেঠি

শিল্পা শেঠি

২৮ ও ২৯শে জুন হতে যাচ্ছে মিরর ম্যাগাজিন আয়োজিত ‘বায়োজিন কসমেসিউটিক্যালস প্রেজেন্টস ঢাকা ফ্যাশন ও ফেব্রিক্স এক্সপো ২০২২’। এটি অনুষ্ঠিত হবে ঢাকার শেরাটন হোটেলে। 

৩০শে জুন অনুষ্ঠিত হবে ‘বায়োজিন কসমেসিউটিক্যালস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’। এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন শিল্পা শেঠি। শুধু অতিথি হিসেবেই নয়, পারফর্ম করতেও দেখা যাবে তাকে। ৬ বছর পর এই ঢাকা সফর নিয়ে বেশ এক্সাইটেড এ তারকা।

শিল্পা শেঠি

এক ভিডিও বার্তায় শিল্পা বলেন, প্রধান অতিথি হয়ে ঢাকায় আসছি। আমি খুবই উৎসাহী হয়ে  আছি এই সফরের জন্য। কারণ ঢাকায় আমার অসাধারণ সব ভক্ত রয়েছেন। জানা গেছে, এই আয়োজনে ঢাকার তারকাদের মধ্যে উপস্থিত থাকবেন অপু বিশ্বাস, মেহজাবীন চৌধুরী, দীঘি, বিদ্যা সিনহা মিমসহ অনেকে।

অনুষ্ঠানটিতে আরো থাকবে ফ্যাশন শো, ডান্স পারফর্মেন্স, মিউজিক্যাল পারফর্মেন্সসহ নানা আয়োজন। ২৮ ও ২৯শে জুনের আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকছে বলেও জানিয়েছে অনুষ্ঠান কর্তৃপক্ষ।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়