‘বন্যা মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে’

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:৩৮, বুধবার, ২২ জুন, ২০২২, ৮ আষাঢ় ১৪২৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সরকার প্রধান আরো বলেছেন, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলারও ব্যবস্থা রয়েছে।

বুধবার (২২ জুন) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। পদ্মা সেতুর উদ্বোধনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখা হাসিনা।

সংবাদ সম্মেলনে বন্যার্তদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পর সাংবাদিকদের উপস্থিতিতে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সংবাদ সম্মেলন। করোনাকালে সরকার প্রধানের সংবাদ সম্মেলনগুলোতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাংবাদিকরা।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়