ইরানকে একসঙ্গে মোকাবেলা করতে একমত যুক্তরাষ্ট্র-ইসরায়েল
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল…
ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
বৃহস্পতিবার বাইডেন পশ্চিম জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে যৌথ বিবৃতি দেন দুই দেশের নেতারা। এর আগে বুধবার ইসরায়েলে পৌঁছান বাইডেন।
বিবৃতিতে বলা হয়েছে, তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে একসঙ্গে কাজ করবে দুই দেশ। খবর আল-জাজিরার।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো চার দিনের মধ্যপ্রাচ্য সফর করছেন জো বাইডেন।
বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে জাতীয় শক্তির সম্ভাব্য সব বিষয় ব্যবহার করবে ওয়াশিংটন। একই সঙ্গে চুক্তির শর্ত মেনে ইসরায়েলকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন বাইডেন।
ইয়ার লাপিদ বলেন, ইরানের হুমকির বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে আলোচনা হয়েছে। ইরানের ওপর বিশ্বশক্তি প্রয়োগের মাধ্যমেই দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন প্রতিহত করা সম্ভব হবে।
অন্যদিকে বাইডেন বলেন, পারমাণবিক অস্ত্র অর্জনের পথ থেকে ইরানকে ফেরাতে সবচেয়ে ভালো কৌশল হতে পারে কূটনীতি।
দিনবদলবিডি/এমআর