পি কে হালদারের মামলার পরবর্তী শুনানি ১০ আগস্ট

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৪৯, শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ৩১ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

অর্থ পাচার মামলায় কলকাতায় পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগপত্রের পরবর্তী শুনানি ১০ আগস্ট ধার্য করেছেন আদালত…

অর্থ পাচার মামলায় কলকাতায় পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগপত্রের পরবর্তী শুনানি ১০ আগস্ট ধার্য করেছেন আদালত।

শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ১০ মিনিটে কলকাতার নগর দায়রা আদালতে তোলা হয় বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ-এর অভিযোগে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার পিকে হালদারসহ ছয় অভিযুক্তকে।

এরই মধ্যেই সোমবার (১১ জুলাই) অভিযুক্তদের বিরুদ্ধে কলকাতার আদালতে চার্জশিট জমা দিয়েছে ইডি। ওই চার্জশিটে পিকে হালদারসহ ছয় অভিযুক্ত ব্যক্তির নাম রয়েছে। এক্ষেত্রে কেবলমাত্র ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট-২০০২’ (PMLA) মামলায় ওই ছয় অভিযুক্তের নামে চার্জ গঠন করা হয়েছে। চার্জশিটে নাম রয়েছে তাদের দুটি সংস্থার নামও।

গত ১৪ মে অশোকনগরসহ পশ্চিমবঙ্গের কিছু জায়গায় অভিযান চালিয়ে পিকে হালদারের সঙ্গে গ্রেপ্তার করা হয় তার ভাই প্রাণেশ হালদার, স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র, ইমাম হোসেন ওরফে ইমন হালদার ও আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়