পচা ডিমের মতো হয়ে গেছে বিএনপি-জামায়াত: শাজাহান খান
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত এখন পচা ডিমের মতো হয়ে গেছে। তাদের জনসম্পৃক্ততা নেই। তাই তারা বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। বিএনপিকে বলব পচা ডিমে তা দিলে কোনো ফল আসবে না।
মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত এখন পচা ডিমের মতো হয়ে গেছে। তাদের জনসম্পৃক্ততা নেই। তাই তারা বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। বিএনপিকে বলব পচা ডিমে তা দিলে কোনো ফল আসবে না।
আজ শুক্রবার (১৫ জুলাই) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শাজাহান খান বলেন, অনেক বীর মুক্তিযোদ্ধার সন্তানরা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস জানে না। মুক্তিযোদ্ধারা তাদের সন্তানদের ইতিহাস না শেখালে অচিরেই দেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিলুপ্ত হয়ে যাবে। মুক্তিযোদ্ধার সন্তানদের ১৮টি সংগঠন। তাদের মধ্যে ঐক্য নেই। ফলে কোটার দাবি বাস্তবায়ন হচ্ছে না।
মুক্তিযুদ্ধে নৌ বাহিনীর ঘটনা অবলম্বনে সিনেমা তৈরির বিষয়ে সাবেক এই মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডোদের গুরুত্বপূর্ণ ঘটনার অবলম্বনে চলচ্চিত্র ‘অপারেশন জ্যাকপট’ তৈরি করা হবে। এর জন্য ৩০ কোটি টাকার বাজেট প্রস্তাবনা দেওয়া হয়েছিল।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, সংসদ সদস্য মীর মোশতাক আহমেদ (রবি), বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বীর প্রতীক মো. শাহজাহান কবীরসহ সংগঠনটির সদস্যরা।
দিনবদলবিডি/এইচএআর