মানিকগঞ্জে খেলার মাঠে বজ্রপাত, ১৮ দর্শক আহত
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
মানিকগঞ্জে বজ্রপাতে ফুটবল খেলার মাঠের অন্তত ১৮ দর্শক আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আজ শুক্রবার (১৫ জুলাই) বিকেলে সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ মাঠে এ ঘটনা ঘটে।
মানিকগঞ্জে বজ্রপাতে ফুটবল খেলার মাঠের অন্তত ১৮ দর্শক আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আজ শুক্রবার (১৫ জুলাই) বিকেলে সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ মাঠে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আব্দুল লতিফ (৬০), ইসমাইল (১৫), আলমগীর (৫৫), আরিফ (২৯), ওয়াসিম (২০), আজিজুল হাকিম (৩৫), মোকলেস (৬২), রাজ্জাক (৫০), শামীম (৩৫) ফাহিম (১৭), জাহিদুল (৪০), সজিব (২০), রাজিব (২০), ফারুক (৩০), শিবু মিয়া (২০), বিপ্লব হোসেন (২০), রইজ উদ্দিন (১৮), লুৎফর রহমান (৩৫) ও বাদশা মিয়া (৫০)।
মানিকগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ব্রাদার মো. ফেরদৌস হোসেন জানান, আহতদের হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসা হয়। তিনজনের অবস্থা গুরুতর। তাদের ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, তার বাবা ইউসুফ আলীর নামে গোল্ডকাপ টুর্নামেন্টের খেলা চলছিল। এসময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। হঠাৎ বজ্রপাত হলে মাঠে থাকা দর্শকরা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
দিনবদলবিডি/এইচএআর