জয়পুরহাটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে জয়পুরহাটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ।
শনিবার (১৬ জুলাই) ভোর ৫টার দিকে তিলকপুর আউটার সিগনালের আগে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই জয়পুরহাটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
ট্রেনের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও যাত্রীরা জানান, অতিরক্ত যাত্রীর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
দিনবদলবিডি/আরএজে