যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় বন্দুক হামলা, হতাহত ৭

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৯:০০, সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৩ শ্রাবণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

ইন্ডিয়ানার গ্রিনউডের মেয়র মার্ক মায়ার্স এক বিবৃতিতে বলেছেন, সন্ধ্যায় (রবিবার) গ্রিনউড পার্ক মলে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময়…

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের একটি শপিং মলে বন্দুক হামলায় ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৩ জন।

কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার (১৮ জুলাই) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। কর্মকর্তারা বলেছেন, দেশটিতে বন্দুক সহিংসতার এটিই সর্বশেষ ঘটনা।

ইন্ডিয়ানার গ্রিনউডের মেয়র মার্ক মায়ার্স এক বিবৃতিতে বলেছেন, সন্ধ্যায় (রবিবার) গ্রিনউড পার্ক মলে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় আমাদের তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

গভর্নর মায়ার্স বলেন, বন্দুকধারীকে ‘একজন সশস্ত্র ব্যক্তি’ গুলি করে হত্যা করেছেন।

বন্দুক সহিংসতা আর্কাইভ অনুসারে, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বন্দুক সহিংসতার এটিই সর্বশেষ ঘটনা।

এর আগে গত ৪ জুলাই শিকাগোতে বন্দুক হামলায় সাত জন নিহত ও ৩৬ জন আহত হয়েছিল।

দেশটিতে বন্দুক সহিংসতার সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে গত মে মাসে। নিউইয়র্কে একটি সুপারমার্কেটে ১০ জন কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করা হয়েছিল। ওই মাসেই টেক্সাসে একটি প্রাথমিক স্কুলে ১৯ শিশু ও দুই শিক্ষক বন্দুক হামলায় মারা গিয়েছিল।

যুক্তরাষ্ট্রের বন্দুক সহিংসতা আর্কাইভ অনুযায়ী, দেশটিতে বছরে প্রায় ৪০ হাজার মানুষ আগ্নেয়াস্ত্রের কারণে মারা যান।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়