পদ্মা সেতুতে পিকআপভ্যান উল্টে নিহত ২, আহত ৩

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৯:০৮, সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৩ শ্রাবণ ১৪২৯
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, শরীয়তপুর থেকে…

পদ্মা সেতুর মাঝ প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস সিলিন্ডার বোঝাই পিকআপভ্যান উল্টে ২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন নারী শিশুসহ আরো ৩ জন।

আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

রবিবার (১৭ জুলাই) দিনগত রাত ১০টার দিকে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. রাজু খন্দকার ও মো. কাউসার।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, শরীয়তপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকামুখী গ্যাস সিলিন্ডার বোঝাই পিকআপভ্যানটি সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গাড়িটি দুর্ঘটনার ঘটে। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে স্থানীয় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান দুর্ঘটনার পরপরই পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তবে ঘটনাস্থলেই ২ জন মারা যান। আহত ৩ জনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
 

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়