রংপুরে ৪২ পয়েন্টে ভাঙছে নদী, নিঃস্ব হচ্ছে হাজার হাজার মানুষ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:৪২, মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৪ শ্রাবণ ১৪২৯
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এ নদীটির নাম কখনো দেওনাই, কখনো চারালকাটা, আবার কখনো যমুনেশ্বরী। যে নদীতে সর্বস্ব বিসর্জন দেওয়া নিঃস্বের তালিকায় রয়েছে লাখো মানুষের নাম। রংপুরের…

রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জে ৪২টি পয়েন্টে ভাঙছে নদী। প্রতি বছর হাজার হাজার মানুষ নিঃস্ব হচ্ছে এর তাণ্ডবে।

এ নদীটির নাম কখনো দেওনাই, কখনো চারালকাটা, আবার কখনো যমুনেশ্বরী। যে নদীতে সর্বস্ব বিসর্জন দেওয়া নিঃস্বের তালিকায় রয়েছে লাখো মানুষের নাম। রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলার ওপর দিয়ে ১২ মাস বয়ে চলা এ নদী ঘরদুয়ার, ফল-ফসলের মাঠসহ সব সহায়সম্বল গিলে খেয়ে ছিন্নমূলে পরিণত করেছে অগণিত মানুষের জীবন।

ভাঙনপ্রবণ ৪২টি স্থান চিহ্নিত করে ডিও লেটার দিলেও পানি উন্নয়ন বোর্ড ভ্রুক্ষেপ করে না। এমন আক্ষেপ খোদ রংপুর-২ সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউকেরও।

তবে ভাঙনরোধে প্রস্তাবিত ৩০০ কোটি টাকার প্রকল্পে টেকনিক্যাল কমিটি নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানান নীলফামারী সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান।

১১৬ কিলোমিটারজুড়ে একেবেঁকে ১২ মাস বয়ে চলা এ নদী খরস্রোতা হয়ে ওঠে বর্ষায়। দুকূল প্লাবিত হয়। আর পানি নামতে শুরু করলে দু’পাড় ভাঙে।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়