বাফুফের মাঠে মিলল অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ
ঢামেক সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ
রাজধানীর মতিঝিল থানার ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাঠের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার গণমাধ্যমকে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাঠের ভেতর থেকে অজ্ঞাতনামা যুবকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরে চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান সে আগেই মারা গেছেন।
তিনি আরও বলেন, আমরা তার নাম পরিচয় জানতে পারিনি। প্রাথমিকভাবে তাকে দেখে মনে হয়েছে ভবঘুরে ও মাদকসেবী। অতিরিক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
দিনবদলবিডি/এইচএআর