উন্নয়নশীল দেশ হলেও অস্ট্রেলিয়া থেকে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৯:২১, মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৪ শ্রাবণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় এখনকার মতো শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ…

স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় এখনকার মতো শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ।

সোমবার (১৮ জুলাই) বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়া সরকারের এ সিদ্ধান্তের কথা জানান ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার জেরেমি ব্রায়ার। অস্ট্রেলিয়ায় তৈরি পোশাকের রপ্তানি বাজার বাড়ানোসহ আরো বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে।

রাজধানীর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি মিরান আলী, পরিচালক আসিফ আশরাফ, পরিচালক ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান ও বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ফরেন মিশন সেলের চেয়ারম্যান শামস মাহমুদ উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়া হাইকমিশনের পক্ষে সেকেন্ড সেক্রেটারি কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক ডিপ্লোমেসি ডানকান ম্যাককুলাফ এতে অংশ নেন।

উল্লেখ্য, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের কাতারে শামিল হবে বাংলাদেশ। এরপর এলডিসি হিসেবে পাওয়া শুল্ক্কমুক্ত সুবিধা হারাতে হবে। তবে এ ক্ষেত্রে বিশেষ বিবেচনায় বর্তমান সুবিধা অব্যাহত রাখার আশ্বাস দিল অস্ট্রেলিয়া।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়