শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন আজ
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
অর্থনৈতিক সংকট ঘিরে টালমাটাল শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির ইউএনপি দলের নেতা ও প্রবীণ রাজনীতিক রনিল বিক্রমাসিংহে। আজ (বৃহস্পতিবার, ২১ জুলাই)…
অর্থনৈতিক সংকট ঘিরে টালমাটাল শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির ইউএনপি দলের নেতা ও প্রবীণ রাজনীতিক রনিল বিক্রমাসিংহে। আজ (বৃহস্পতিবার, ২১ জুলাই) শপথ নেবেন তিনি।
এর আগে রনিল বিক্রমাসিংহে একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। গোতাবায়া রাজাপাকসে দেশত্যাগের আগে তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিয়ে যান।
এদিকে জনসমর্থন ছাড়াই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরপরই প্রেসিডেন্ট ভবনের বাইরে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারীরা। প্রেসিডেন্টের পদত্যাগের আগপর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এদিকে রনিল বিক্রমাসিংহে নির্বাচিত হওয়ায় চলমান আর্থিক সহায়তার বিষয়ে আলোচনা দ্রুত শেষ হবে বলে আশাবাদী আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
বিপর্যয় ঠেকাতে ট্যাক্স বাড়ানো, রাষ্ট্রীয় সংস্থাগুলোর কাঠামো পরিবর্তন ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর পরামর্শ দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। দ্বীপরাষ্ট্রটির অর্থনৈতিক সংকট দূর ও রাজনৈতিক স্থিতিশীলতা আনতে সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে ভারত।
দিনবদলবিডি/আরএজে