‘ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর চক্রান্তেই সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা’

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:৫১, বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৬ শ্রাবণ ১৪২৯
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘নড়াইলে যে দুর্ঘটনা ঘটেছে, এর কারণে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সেখানে ধর্মীয় সংখ্যালঘু ভাই-বোনদের মন্দির, বাড়িঘর ও…

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম  মন্তব্য করে বলেছেন ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর চক্রান্তেই নড়াইলের দিঘলিয়ায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা হয়েছে।

বুধবার (২০ জুলাই) সকালে নড়াইলের দীঘলিয়া পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

নাছিম বলেন, ‘নড়াইলে হামলাকারীরা একটি অভিন্ন গোষ্ঠী। এরা আমাদের হাজার বছরের ঐতিহ্যকে ধ্বংস করতে চায়। এ দেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই একসঙ্গে হাজার বছর ধরে বসবাস করছে। এটা আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। একটি গোষ্ঠী আমাদের এ সম্পর্কের বন্ধন নষ্ট করতে চায়।’

তিনি বলেন, ‘যারা আমাদের এই সম্প্রীতি নষ্ট করতে চাইবে, সেই অপশক্তিকে আমাদের প্রতিহত করতে হবে। তাদের দিকে আমাদের লক্ষ রাখতে হবে। তারা সামনে এসে শুধু অপকর্ম করে না, তারা আড়ালে-কৌশলে নানাভাবে অপকর্ম করে। তারা সবসময় বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, সরকারকে কলঙ্কিত করতে চায়। তারা মহান মুক্তিযুদ্ধের শক্তির ওপর আঘাত করতে চায়।’

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘নড়াইলে যে দুর্ঘটনা ঘটেছে, এর কারণে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সেখানে ধর্মীয় সংখ্যালঘু ভাই-বোনদের মন্দির, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে সহিংসতা হয়েছে। একটি সন্ত্রাসী ও সাম্প্রদায়িক গোষ্ঠী এ ঘটনা ঘটিয়েছে। তাদের ঘৃণ্য ঘটনার প্রতিবাদ জানানোর জন্য ও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এ অঞ্চলের সাহসী ও সংগ্রামী মানুষকে আমরা অভিনন্দন জানাই এবং যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। হয়তো তাদের ক্ষয়ক্ষতি আমরা সম্পূর্ণরূপে পূরণ করতে পারব না। তাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হয়েছে, সেটি কীভাবে দূর করা যায়, সেটাই হলো আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ।’

ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান স্থানীয় সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।

এ সময় ভুক্তভোগী ১০টি পরিবারকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে নগদ অর্থসহায়তা দেয়া হয়।

গত ১৫ জুলাই রাতে নড়াইলের দীঘলিয়া গ্রামের সাহাপাড়ার এক যুবকের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেয়া নিয়ে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। ওই ঘটনার জেরে সেখানকার বেশ কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়