সেমিফাইনালে আর্জেন্টিনা, পেরুর জালে ব্রাজিলের ৬ গোল

স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:৪৯, শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ৭ শ্রাবণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

যারা জিতবে তারাই যাবে ব্রাজিলের সঙ্গী হিসেবে সেমিফাইনালে উঠবে। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে জয় পেয়েছে আর্জেন্টিনা…

যারা জিতবে তারাই যাবে ব্রাজিলের সঙ্গী হিসেবে সেমিফাইনালে উঠবে। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে জয় পেয়েছে আর্জেন্টিনা।

তবে ব্রাজিলের মতো প্রতিপক্ষকে উড়িয়ে দিতে পারেনি আলবিসেলেস্তেরা। 

মেয়েদের কোপা আমেরিকায় বি গ্রুপের শেষ ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা নারী ফুটবল দল। অন্যদিকে, পেরুকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা।

 ফ্লোরেন্সিয়া বন্সেগুন্দোর করা একমাত্র গোলেই সেমির টিকিট নিশ্চিত করেছে লা আলবিসেলেস্তেরা।

এই জয়ের ফলে সেমিফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গী হলো আর্জেন্টিনা।

সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্বাগতিক কলম্বিয়া। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় হবে ম্যাচটি। পরদিন একইসময় আরেক সেমিফাইনালে উড়তে থাকা ব্রাজিলের সামনে পড়েছে প্যারাগুয়ে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়