ডেঙ্গুতে একদিনে ১৫ জনের মৃত্যু

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:২৫, শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ১৮ কার্তিক ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের শুক্রবারের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীতে চারজন এবং দেশের অন্যান্য জায়গায় ১১ জনের মৃত্যু হয়। এ সময়ের মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার হাসপাতালে এক হাজার ৭২৮ ডেঙ্গু রোগী ভর্তি হন। 

তাদের মধ্যে ৩৭৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বাকি এক হাজার ৩৪৯ জন দেশের অন্যান্য এলাকার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ৭৪ হাজার ৮০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯৯ হাজার ৯৩২ এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৮৭৪ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৬৭ হাজার ১৬৬ জন। ঢাকায় ৯৭ হাজার ৩৫৪ এবং ঢাকার বাইরে ১ লাখ ৬৯ হাজার ৮১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছরে এ নিয়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন এক হাজার ৩৭০ জন।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়