একাই ট্রেনের ১৯টি টিকিট কিনেছিলেন হাসান আলী

চট্টগ্রাম সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:২৫, শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ৭ শ্রাবণ ১৪২৯
ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম রেলস্টেশন থেকে ট্রেনের ১৯টি টিকিটসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান আলী নামের এই ব্যক্তি কালোবাজারে টিকিট বিক্রির কথা স্বীকার করেছেন।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক নুরুল আবসার (গণমাধ্যম) বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এই র‌্যাব কর্মকর্তা জানান, হাসান আলীর কাছ থেকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনের ১৯টি টিকিট উদ্ধার করা হয়। তার কাছে নগদ পাওয়া যায় ৫ হাজার ৫৫০ টাকা।

নুরুল আবসার আরো বলেন, টিকিট সংগ্রহ করে দীর্ঘদিন ধরে কালোবাজারে বেশি দামে বিক্রি করার কথা স্বীকার করেছেন আসামি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

দিনবদলবিডি/এমআর

সর্বশেষ

পাঠকপ্রিয়