বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করে যা বলল জাতিসংঘ

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:৪৮, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৮ অগ্রহায়ণ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

যুদ্ধবিধ্বস্ত জনপদে শুধু স্থিরতাই নন; সামাজিক সম্প্রীতি ফেরানোর পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠান চালুর ব্যাপারেও বাংলাদেশি বীর সেনাদের ভূমিকা সর্বজনবিদিত।

শান্তি-নিরাপত্তা প্রতিষ্ঠায় সবসময়ই সচেষ্ট বাংলাদেশের সেনাবাহিনী। নিজ দেশের স্বাধীনতার জন্যও সাহসিকতার স্বাক্ষর রেখে চলেছেন তারা। সেই বাহিনীর সদস্যরা এখন বিশ্বের গোলযোগপূর্ণ অঞ্চলে স্থায়ী শান্তির জন্য লড়ছেন। যুদ্ধবিধ্বস্ত জনপদে শুধু স্থিরতাই নন; সামাজিক সম্প্রীতি ফেরানোর পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠান চালুর ব্যাপারেও বাংলাদেশি বীর সেনাদের ভূমিকা সর্বজনবিদিত।

বিশ্বশান্তি রক্ষায় এভাবেই সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে। তিনি ছাড়াও তাদের নিয়ে গুণকীর্তন গেয়েছেন জাতিসংঘের পিস অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁপিয়েরে ল্যাক্রুয়া।

অতুল খারে বলেছেন, শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক সেনা সরবরাহকারী দেশ হলো বাংলাদেশ। সেই দেশের সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এমন অনুষ্ঠানে সুযোগ দেয়ার জন্য বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিতের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন জাতিসংঘের এই কর্মকর্তা।

উল্লেখ্য ৫৩তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ২১ নভেম্বর সন্ধ্যায় শান্তিরক্ষা মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জাতিসংঘের নিরাপত্তা বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল উনাইসি ভুনিওয়াকা, জাতিসংঘের মিলিটারি অ্যাডভাইজার জেনারেল বিরামে ডিওপিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন।

দিনবদলবিডি/Mamun

সর্বশেষ

পাঠকপ্রিয়