নির্বাচন সুষ্ঠু করতে ৩ নির্দেশনা

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:৪৪, শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৯ অগ্রহায়ণ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের জন্য প্রশাসনকে ২৩ নভেম্বর তিনটি নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 
 

নির্দেশনা তিনটি হলো-

১. আসন্ন নির্বাচন অনুষ্ঠানের কাজে অর্পিত দায়িত্ব নিরপেক্ষভাবে পালনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মকর্তা/কর্মচারীদের কর্মচারীদের নির্বাচন কমিশনকে সহযোগীতা করতে হবে। এই সহযোগীতা করার জন্য কর্মকর্তারা অবিলম্বে নির্দেশনা দেবেন।

২. শিক্ষা মন্ত্রণালয়/প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত ও বেসরকরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/শিক্ষিকাদেরও নির্বাচন কমিশনকে সকল ধরনের সহযোগীতা প্রদান করবে।  

৩. নির্বাচনের কাজ অব্যাহত রাখা নিশ্চিত করতে সকল প্রতিষ্ঠান/সংস্থার যেসব কর্মকর্তা ও কর্মচারী নির্বাচনের কাজে জড়িত আছেন, ভোট শেষ না হওয়া পর্যন্ত তাদের ছুটি বা অন্যত্র বদলি করা হতে বিরত রাখা হবে।

তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে উপরোক্ত তিন নির্দেশনা দিয়ে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

দিনবদলবিডি/Anamul

সর্বশেষ

পাঠকপ্রিয়