নির্বাচনে সেনা মোতায়েন:যা বললেন ইসি

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:৪৪, সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ১২ অগ্রহায়ণ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছে  নির্বাচন কমিশন (ইসি)।

সূত্রমতে বিএনপি যদি নির্বাচনে শেষ পর্যন্ত না আসে সেক্ষেত্রে সেনা ফোর্স মোতায়েন খুব একটা প্রয়োজন নাও হতে পারে।কেননা দেশের প্রধান দুটি দল নির্বাচনে থাকলে কিছুটা উত্তেজনা ও শংকা থাকে, নইলে খুব একটা প্রয়োজন হয়না।

তবে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, আমাদের আগের সবগুলো জাতীয় নির্বাচনেই সেনাবাহিনী মোতায়েন হয়েছিল। এবারও তার ব্যতিক্রম  হবেনা।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীকে ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত মোতায়েন করা হয়েছিল স্ট্রাইকিং ফোর্স হিসেবে।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনেও সশস্ত্র বাহিনীর ৫০ হাজার সদস্য নিয়োজিত ছিল স্ট্রাইকিং ফোর্স হিসেবে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত পরিস্থিতির উপর নির্ভর করছে।এছাড়া সেনা মোতায়েনের জন্য একটি বড় বাজেটেরও প্রয়োজন রয়েছে।
 

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়