বিয়ের আসরে কনেসহ ৪ জনকে গুলি করে হত্যা করলেন বর

আন্তর্জাতিক সংবাদ || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:১২, মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

থাইল্যান্ডে বিয়ের আসরে গুলি চালিয়ে কনেসহ ৪ জনকে হত্যা করেছেন এক বর। ঘটনার পর ওই বর নিজেও আত্মহত্যা করেছেন। ৪৪ বছর বয়সী ওই বর একজন প্যারা-অ্যাথলেট ও সাবেক সেনা কমকর্তা ছিলেন।

আজ সোমবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার উত্তর-পূর্ব থাইল্যান্ডে চাতুরং সুকসুক নামের ২৯ বছর বয়সী নারীর সঙ্গে বিয়ে হয়েছিল প্যারা-অ্যাথলেট ও সাবেক সেনা কর্মকর্তা ৪৪ বছর বয়সী কাঞ্চনা পাচুনথুয়েকের। এক পর্যায়ে বিয়ের অনুষ্ঠান ছেড়ে চলে যান পাচুনথুয়েক এবং বন্দুক নিয়ে ফিরে আসেন। এরপরই সদ্য বিবাহিত স্ত্রী, শাশুড়ি ও স্ত্রীর বোনকে লক্ষ্য করে গুলি ছোড়েন পাচুনথুয়েক। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

এলোপাথাড়ি গুলিতে দুজন অথিতিও আহত হন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজন মারা গেছেন।

বিবিসিকে থাই পুলিশ জানিয়েছে, হামলার সময় বর নেশাগ্রস্ত ছিলেন। হামলার প্রকৃত কারণ জানা যায়নি। 

আগত অথিতিদের বরাত দিয়ে থাই সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠানে নব দম্পতির মধ্যে ঝগড়া হয়েছিল। চাতুরং তার ও কাঞ্চনার মধ্যে বয়সের ব্যবধান নিয়ে আপত্তি প্রকাশ করেছিলেন।  

তবে পুলিশ বলছে, এটি অনুমাননির্ভর কারণ। প্রকৃত কারণ উদঘাটনের প্রয়োজনীয় প্রমাণ ইতিমধ্যে তারা সংগ্রহ করেছেন।

থাই মিডিয়ার মতে, বিয়ের আগে চাতুরং এবং কাঞ্চনা তিন বছর একসঙ্গে বসবাস করেছিলেন।

থাইল্যান্ডের সীমান্তে দায়িত্ব পালনের সময় ডান পা হারানোর পর প্যারা অ্যাথলেটিক্সে জাতীয় পর্যায়ের সাঁতারু ছিলেন কাঞ্চনা। গত বছর ইন্দোনেশিয়ায় আসিয়ান প্যারা গেমসে সাঁতারে রৌপ্য পদক জিতেছিলেন তিনি। আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড অ্যাবিলিটি স্পোর্ট গেমসে অংশ নেওয়ার কথা ছিল তার।

থাইল্যান্ডে ব্যাপক গোলাগুলির ঘটনা বিরল, তবে দেশটিতে বন্দুকের মালিকানা সহজেই পাওয়া যায়।

গত মাসে ব্যাংককের একটি বিলাসবহুল মলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছিল। গত বছরের অক্টোবরে, থাই পুলিশের সাবেক এক সদস্য উত্তর-পূর্ব থাইল্যান্ডের একটি নার্সারিতে বন্দুক ও ছুরি হামলা চালিয়ে ৩৭ শিশুকে হত্যা করেছিল।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়