দেশে নারীর সংখ্যা পুরুষের চেয়ে ১৬ লাখ বেশি

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:৩৯, মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

শের মোট জনসংখ্যার ৮ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ২৬৬ জন পুরুষ যা মোট জনসংখ্যার ৪৯ দশমিক ৫১ শতাংশ। অন্যদিকে নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৮১ হাজার ২৬৬ যা মোট জনসংখ্যার ৫০ দশমিক ৪৯ শতাংশ।

২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এতে দেখা গেছে দেশে পুরুষের চেয়ে নারী উল্লেখযোগ্য সংখ্যায় বেশি।

মঙ্গলবার প্রকাশিত জনশুমারি অনুসারে, দেশের মোট জনসংখ্যার ৮ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ২৬৬ জন পুরুষ যা মোট জনসংখ্যার ৪৯ দশমিক ৫১ শতাংশ। অন্যদিকে নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৮১ হাজার ২৬৬ যা মোট জনসংখ্যার ৫০ দশমিক ৪৯ শতাংশ।

এ তথ্যানুসারে বর্তমানে দেশে পুরুষের চেয়ে নারী সংখ্যা ১৬ লাখ ১২ হাজার বেশি। শতকরা হারে এ সংখ্যা শূন্য দশমিক ৯৮ শতাংশ। অর্থ্যাৎ, প্রতি হাজারে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি প্রায় দশজন।

মোট জনসংখ্যার ৮ হাজার ১২৪ জন হিজড়া বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

তবে জনসংখ্যা বাড়লেও দেশে বার্ষিক গড় জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেয়ে ১.২২ শতাংশে দাঁড়িয়েছে। ২০১১ সালে এর হার ছিল ছিল ১.৪৮ শতাংশ। পুরুষ ও নারীর ক্ষেত্রে এ হার যথাক্রমে ১.১২ ও ১.৩১ শতাংশ।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়