বিশ্বজুড়ে করোনায় আরো ১০২৯ মৃত্যু
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
বিশ্বজুড়ে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ২৯ জনের মৃত্যু হয়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ২ হাজার ১৭৩ জনে।
একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৪ হাজার ৮১৩ জন। সব মিলিয়ে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৩১৯ জনে।
রবিবার (২৪ জুলাই) সকালে পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ২৯৭ জন। আর মারা গেছেন ৬৪ জন।
পূর্ব এশিয়ার দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৯ লাখ ৮১ হাজার ৮০২ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩১ হাজার ৭৯৯ জনের।
এদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। গত একদিনে দেশটিতে ১৫৩ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬ হাজার ৭ জন।
সব মিলিয়ে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৫৩৩ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৯৭৯ জনের।
দিনবদলবিডি/আরএজে