ভূমিকম্প আতঙ্কে হল থেকে ঢাবি ছাত্রের লাফ, ঢামেকে ভর্তি

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৪১, শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঢাবির সূর্যসেন হল থেকে লাফিয়ে পড়ে মো. মিনহাজুর রহমান (২১) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। 

শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে ভূমিকম্প হলে সূর্যসেন হলের ২য় তলা থেকে লাফ দেন ওই শিক্ষার্থী। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে তাকে ভর্তি করানো হয়। 
 

আহত মিনহাজুর রহমান জানান, আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ গ্লাস ভাঙ্গার শব্দ শুনি, বিল্ডিংয়ের কম্পন অনুভব করি। তখন আতঙ্কে ঘুম থেকে উঠে লাফিয়ে নিচে পড়ি। 
 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ওই ছাত্র আহত হয়ে ঢাকা মেডিকেল নিয়ে আসার পর তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসক জানান, মিনহাজুরের ডান পায়ের গোড়ালি ভেঙ্গে গেছে। তাকে ভর্তি করানো হয়েছে।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়